আমাজনে হারিয়ে যাওয়া বিশাল নগরীর সন্ধান /

আমাজনে হারিয়ে যাওয়া বিশাল নগরীর সন্ধান

এইনগরে ডেস্ক.. ডেস্ক এডিটর, কক্সবাজার
আমাজনে হারিয়ে যাওয়া বিশাল নগরীর সন্ধান
আমাজনে হারিয়ে যাওয়া বিশাল নগরীর সন্ধান

আমাজনে বিশাল প্রাচীন নগরের সন্ধান পাওয়া গেছে। রেইনফরেস্টের গভীরে কাজ করা প্রত্নতাত্ত্বিকরা আড়াই হাজার বছর আগের শহরগুলোর একটি বিস্তৃত নেটওয়ার্ক আবিষ্কার করেছেন। এই আবিষ্কার আমাজনে বসবাসকারী মানুষ সম্পর্কে পূর্বের ধারণা পরিবর্তন করে দিয়েছে। খবর সিএনএনের

দক্ষিণ আমেরিকার উঁচু শহরগুলো যেমন পেরুর মাচু পিচু সম্পর্কে মানুষের জানা থাকলেও ধারণা করা হতো, আমাজনে মানুষ শুধু যাযাবর হিসেবে বা ছোট বসতিতে বসবাস করত। পূর্ব ইকুয়েডরের উপানোতে যুগান্তকারী আবিষ্কারটি প্রমাণ করেছে, শহরগুলো ১০ হাজার বা এমনকি তারও বেশি মানুষের বাসস্থান ছিল। শহরগুলোর রাস্তা ও খালগুলো একটি অবিশ্বাস্য কাঠামো প্রমাণ করে, সেই সময়ে মানুষের চিন্তাধারা কতটা উন্নত ছিল। এলাকাটি একটি আগ্নেয়গিরির ছায়ায় অবস্থিত, যা ওই এলাকার মাটি উর্বর করেছিল। কিন্তু এই আগ্নেয়গিরির কারণেই সম্ভবত নগরটি ধ্বংস হয়ে যায়। সোজা রাস্তা ও পথের একটি নেটওয়ার্ক অনেক প্ল্যাটফর্মকে একত্রে সংযুক্ত করেছে, যার মধ্যে একটি ২৫ কিলোমিটার পর্যন্ত প্রসারিত।

ঘন জঙ্গল ও গাছপালার নিচে শহরের অবশিষ্টাংশ শনাক্ত করতে প্রত্নতাত্ত্বিকরা লেজার সেন্সর ব্যবহার করে ৩০০ বর্গকিলোমিটার এলাকায় খনন চালিয়েছেন। গত বৃহস্পতিবার সমীক্ষাটি সায়েন্স জার্নালে প্রকাশিত হয়।

ডেইলি এইনগরে ডট কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আমাজনে হারিয়ে যাওয়া বিশাল নগরীর সন্ধান

আমাজনে হারিয়ে যাওয়া বিশাল নগরীর সন্ধান
আমাজনে হারিয়ে যাওয়া বিশাল নগরীর সন্ধান

আমাজনে বিশাল প্রাচীন নগরের সন্ধান পাওয়া গেছে। রেইনফরেস্টের গভীরে কাজ করা প্রত্নতাত্ত্বিকরা আড়াই হাজার বছর আগের শহরগুলোর একটি বিস্তৃত নেটওয়ার্ক আবিষ্কার করেছেন। এই আবিষ্কার আমাজনে বসবাসকারী মানুষ সম্পর্কে পূর্বের ধারণা পরিবর্তন করে দিয়েছে। খবর সিএনএনের

দক্ষিণ আমেরিকার উঁচু শহরগুলো যেমন পেরুর মাচু পিচু সম্পর্কে মানুষের জানা থাকলেও ধারণা করা হতো, আমাজনে মানুষ শুধু যাযাবর হিসেবে বা ছোট বসতিতে বসবাস করত। পূর্ব ইকুয়েডরের উপানোতে যুগান্তকারী আবিষ্কারটি প্রমাণ করেছে, শহরগুলো ১০ হাজার বা এমনকি তারও বেশি মানুষের বাসস্থান ছিল। শহরগুলোর রাস্তা ও খালগুলো একটি অবিশ্বাস্য কাঠামো প্রমাণ করে, সেই সময়ে মানুষের চিন্তাধারা কতটা উন্নত ছিল। এলাকাটি একটি আগ্নেয়গিরির ছায়ায় অবস্থিত, যা ওই এলাকার মাটি উর্বর করেছিল। কিন্তু এই আগ্নেয়গিরির কারণেই সম্ভবত নগরটি ধ্বংস হয়ে যায়। সোজা রাস্তা ও পথের একটি নেটওয়ার্ক অনেক প্ল্যাটফর্মকে একত্রে সংযুক্ত করেছে, যার মধ্যে একটি ২৫ কিলোমিটার পর্যন্ত প্রসারিত।

ঘন জঙ্গল ও গাছপালার নিচে শহরের অবশিষ্টাংশ শনাক্ত করতে প্রত্নতাত্ত্বিকরা লেজার সেন্সর ব্যবহার করে ৩০০ বর্গকিলোমিটার এলাকায় খনন চালিয়েছেন। গত বৃহস্পতিবার সমীক্ষাটি সায়েন্স জার্নালে প্রকাশিত হয়।

ডেইলি এইনগরে ডট কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download